দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আগামী ৩ অক্টোবর। নির্বাচনের ঠিক একমাস আগে অর্থাৎ আজ ৩ই সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে অংশ নেওয়া ১৩৯ জন কাউন্সিলরগণকে মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহার এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়ে জানানো হবে।তিন সদস্যের নির্বাচন কমিশন আজ বিকেল ৪ টায় উক্ত বিষয়ে জানাবেন।
ফেডারেশনের নির্বাচন ছ’মাস আগে হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা স্থগিত করা হয়। বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। সে অনুযায়ী গত এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করা হলেও তা স্থগিত করা হয়। গত ১১ আগস্ট বাফুফের নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় ৩ই অক্টোবর।নির্বাচনের নতুন দিনক্ষণকে সবুজ সংকেত দেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি)। নির্বাচনের এক মাস আগে তফসিল ঘোষণা হবে বলে জানায় নির্বাচন কমিশন। এক মাস আগে আজ ৩ ই সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন মাহফুজুর রহমান সিদ্দিকী ও মোতাহার হোসেন সাজু।