আজ মাঠে গড়াচ্ছে পেশাদার লিগ

0
23

আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৭তম আসর। ইউরোপিয়ান ফুটবলের মত প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার আয়োজিত হবে লিগের ম্যাচগুলো। এবারের লিগে অংশ নেবে মোট ১০টি ক্লাব। ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের লিগ।

বিপিএলের নতুন আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ পুলিশ এফসি। মুন্সিগঞ্জে দুপুর আড়াই টায় শুরু হবে ম্যাচ। একই সময়ে মাঠে নামবে গতবারের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের প্রতিপক্ষ লিগে প্রত্যাবর্তন করা দল ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে গাজীপুরে। আর দিনের শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে চট্টগ্রাম আবাহনী। ম্যাচটি কিংস অ্যারেনায় বিকাল সাড়ে ৫ টায় শুরু হবে।

২০০৭ সাল থেকে বাংলাদেশে শুরু হয় পেশাদার লিগ। এরপর ১৬টি আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৬টি শিরোপা জিতে সফলতম দল ঢাকা আবাহনী। অবশ্য নব্য জায়ান্ট বসুন্ধরা কিংস খুব একটা পিছিয়ে নেই। আগমনের পর ৬ বছরে ৫টি শিরোপা জিতে নিয়েছে তারা। এছাড়া শেখ জামাল জিতেছে ৩টি শিরোপা। যদিও তারা এবারের আসরে খেলছে না।

টানা পাঁচটি শিরোপা জেতা বসুন্ধরা কিংস এবারও শিরোপার লক্ষ্যেই দল গড়েছে। যদিও দলটির প্রাণ ভোমরা রবসন এবার দলে নেই। তারপরও মিগুয়েল, জোনাথন, জারেদ খাসা, এজের সঙ্গে তপু, রাকিব, মোরসালিনদের নিয়ে শক্তিশালী দল তাদের।

বসুন্ধরা কিংসকে চ্যালেঞ্জ জানিয়ে শিরোপার লড়াইয়ে দল গড়েছে মোহামেডান। গত মৌসুমে রানার্স আপ হলেও এবার শিরোপায় নজর তাদের। দিয়াবাতে, মুজাফফর, সানডের সঙ্গে মিঠু, রাফি, মিনহাজদের নিয়ে শক্তিশালী দল তাদের।

এছাড়া ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন এবং রহমতগঞ্জও ভালো দল গড়েছে। তবে সবসময় লিগে হট ফেভারিট থাকা আবাহনী এবার কিছুটা নিষ্প্রভ দল গড়েছে। তাদের দলে নেই কোন বিদেশি। এছাড়া ফকিরেরপুল, ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনী লিগে লড়াই করতে প্রস্তুত। ১০ ক্লাব নিয়ে প্রতিযোগিতামূলক ও জমজমাট একটা লিগ আয়োজনের প্রত্যাশা ফুটবল প্রেমীদের।

Previous articleফিফা র‍্যাংকিংয়ে পূর্বের অবস্থানেই বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here