অবশেষে আজ মাঠে ফিরছে দেশের শীর্ষ সারির ঘরোয়া ফুটবল। ছেলেদের ফুটবলের আগে মেয়েদের খেলা দিয়ে করোনা পরবর্তী ফুটবল শুরু হচ্ছে আজ। মহিলা ফুটবল লীগে আজ মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও এফসি উত্তরবঙ্গ। আজ বিকেল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

লীগে শিরোপা প্রত্যাশী দল বসুন্ধরা কিংস এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে। জয় দিয়ে আবার শুরু করতে চায় তারা। কিংসের কোচ কোচ মাহমুদা শরীফা বলেন, ‘আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছি। প্রায় তিন সপ্তাহের অনুশীলন হয়েছে। অনুশীলনে মেয়েরা খারাপ করেনি। তাদের ম্যাচ ফিটনেস কতটুকু আছে তা দেখতে হবে। তবে আশা করছি দল আগের মতোই পারফরম্যান্স করতে পারবে।’

লীগে সপ্তম রাউন্ডের পর হবে মধ্যবর্তী দলবদল। ১২ নভেম্বর হতে ১৮ নভেম্বর পর্যন্ত এই দলবদলের সময়সীমা ঠিক করেছে ফেডারেশন। এরপরই ২০ নভেম্বর থেকে চলবে লীগের দ্বিতীয় পর্বের খেলা। বর্তমানে পাঁচ খেলা শেষে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে লীগ প্রায় নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংসের প্রমীলা ফুটবলাররা। অন্যদিকে ৪ টি করে ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাসরিন ফুটবল একাডেমি এবং ৭ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে এফসি উত্তরবঙ্গ।

Previous articleইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন তারিক কাজী!
Next articleনেপালের সবাই করোনা নেগেটিভ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here