বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম রাউন্ডে আজ মাঠে নামছে শিরোপার দৌড়ে থাকা তিন জায়ান্ট ক্লাব—ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংস। তবে দিনের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে কিংস ও মোহামেডানের মধ্যে। ম্যাচটি লিগের শিরোপা প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।

১০ ম্যাচ শেষে মোহামেডান ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আবাহনী ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং কিংস ২০ পয়েন্টে অবস্থান করছে তিন নম্বরে। অর্থাৎ মোহামেডানের চেয়ে সাত পয়েন্ট এবং আবাহনীর চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে বসুন্ধরা কিংস। তাই আজকের ম্যাচে জয় না পেলে কিংসের শিরোপার পথ আরও কঠিন হয়ে পড়বে।

ম্যাচটি জিতলেও মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান থাকবে চার। অন্যদিকে, মোহামেডান জিতলে কিংস কার্যত শিরোপা প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পথে চলে যাবে। তাই আজকের ম্যাচ জয় কিংসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে পরবর্তী ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্সে সহায়তা করবে।

তবে চ্যালেঞ্জের মুখে রয়েছে কিংস। দলটি শুরু থেকেই তাদের তারকা ব্রাজিলিয়ান রবসনের অনুপস্থিতির ধাক্কা সামলাতে পারছে না। আজও থাকছেন না আরেক ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা, যিনি এখনো দেশে ফিরে আসেননি। এই দুই খেলোয়াড়ের অনুপস্থিতিতে প্রথম লেগে মোহামেডানের কাছে হেরেছিল কিংস। তবে আজ কিংস দলে অভিষেক হচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোর, যিনি উজবেক খেলোয়াড় আসরর গফুরভ, ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেজ ও ডিফেন্ডার ডেসিয়েল সান্তোসের সঙ্গে মাঠে নামবেন।

অন্যদিকে, মোহামেডান পুরো ফর্মে রয়েছে। দলটির চার বিদেশি খেলোয়াড়—এমানুয়েল টনি, মোজাফরভ, এমানুয়েল সানডে ও অধিনায়ক সুলেমান দিয়াবাতে দুর্দান্ত পারফর্ম করছেন। নতুন করে ভেনেজুয়েলার অ্যাডওয়ার্ড এনরিক মরিলোকেও স্কোয়াডে যুক্ত করেছে ক্লাবটি। তবে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—মোহামেডানের পেমেন্ট সমস্যা। যদি আর্থিক অস্থিরতা দলকে মানসিকভাবে দুর্বল না করে তোলে, তাহলে আজকের ম্যাচে মোহামেডানই ফেবারিট হিসেবে মাঠে নামবে।

Previous articleরহমতগঞ্জ ও পুলিশের জয়ে মাঠে ফিরলো বিপিএল ফুটবল
Next articleওয়ান্ডারার্সকে উড়িয়ে দিল আবাহনী; ফর্টিসের কাছে হারলো ব্রাদার্স!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here