আগামী ৪ ডিসেম্বর কাতারের সঙ্গে আসল ম্যাচের আগে জামালরা নিজেদের আরেকটু বাজিয়ে দেখবার সুযোগ পাবেন আজ ।
আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ কাতারের দ্বিতীয় বিভাগের দল লুসাইল স্পোর্টস ক্লাব। দোহার আল আজিজিয়াহ বুটিক সুপার ক্লাব মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় শুরু হবে ম্যাচটি।
প্রস্তুতি ম্যাচ খেলা মানেই নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ। কিন্তু প্রস্তুতি ম্যাচে জিততে পারলে মনোবলটা একটু বাড়ে। প্রথম প্রস্তুতি ম্যাচে যদিও হারতে হয়েছে। কাতার আর্মীর কাছে এগিয়ে থেকেও ৩-২ গোলে হেরে গেছে দল।
দলের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার অনুশীলনের পর ভিডিও বার্তায় বলেছেন, ‘নিজেদের কাছে বল থাকলে আমরা কী করবো সেটা নিয়ে কাজ হয়েছে আজ। ম্যাচ পরিস্থিতিতে প্রেসিং, আত্মরক্ষা, ফিনিশিং দুর্বলতা নিয়েও কাজ করেছেন কোচ।’
কাতারের বিপক্ষে ম্যাচ কৌশল কী হবে সেটির ওপরই প্রস্তুতি ম্যাচে জোর দেওয়া হবে বলে কায়সারের অভিমত, ‘কাতারের সঙ্গে আমরা কীভাবে খেলব সবকিছুই দেখে নেবো এদিন। যে দলটা কাতারের বিপক্ষে খেলবে সেই দলটাকে বেশি সময় মাঠে রাখার চেষ্টা করা হবে।’
করোনাক্রান্ত প্রধান কোচ জেমি ডে দলের সঙ্গী হতে পারেননি। ভারপ্রাপ্ত কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের তত্ত্বাবধানেই ভুল-ত্রুটি শুধরে দ্বিতীয় ম্যাচে নিজেদের খুব ভালো অবস্থায় দেখতে চাইছেন জামালরা।