ফিফা বাছাইপর্বে আগামী ২১ শে মার্চ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। আসন্ন এই ম্যাচকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি সেরে নিচ্ছে রাকিব-বিশ্বরা। বর্তমানে তারা সৌদিতে অবস্থান করছে হ্যাভিয়ার ক্যাবররার শিষ্যরা। ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামার আগে আজ প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সুদান
ট্রেনিং ক্যাম্প শুরু হওয়ার পর থেকে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য প্রতিপক্ষের সন্ধান করছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অনেক চেষ্টার পর উত্তর আফ্রিকা মহাদেশের দেশ সুদানকে প্রতিপক্ষ হিসেবে খুঁজে পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সুদানও বর্তমানে সৌদি আরব অবস্থান করে বাংলাদেশের মতো নিজেদের ট্রেনিং ক্যাম্প সেরে নিচ্ছে।
ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে সুদানে বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি আজ রোববার অনুষ্ঠিত হবে। পরবর্তী ম্যাচটি মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার। সুদানের সাথে প্রস্তুতি ম্যাচ শেষ করে আগামী ১৭ ই মার্চ কুয়েতের উদ্দেশ্যে পাড়ি জমাবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচটি কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে আয়োজিত হবে। চলমান আরব-ইসরাইল সংকটের কারণে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজিত হচ্ছে।
আগামী ২১ শে মার্চ প্রথম লেগে মুখোমুখি হবে দুইদল। ২২ শে মার্চে দেশে ফিরবে দল এবং ২৬ শে মার্চ কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ প্রতিনিধিরা।