‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামীকাল বিকাল ৫.১৫ মিনিটে(বাংলাদেশ সময়) নেপালের দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইদল। যদিও প্রীতি ম্যাচ দুইটি বিকাল ৫.৪৫ মিনিটে(বাংলাদেশ সময়) হওয়ার কথা ছিলো,কিন্তু আজ নেপাল ফুটবল এসোসিয়েশন পূর্বের নির্ধারিত সময় পরিবর্তন করে।
এছাড়া ম্যাচকে সামনে রেখে প্রথমদিন ঠিকভাবে অনুশীলন করতে পারলেও আজ অনুশীলনে নামতে পারে নি। অনুশীলনে বাংলাদেশ দলে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ভেজা মাঠ অনুশীলনে উপযুক্ত না হওয়ায় নেপাল ফুটবল এসোসিয়েশনের অনুরোধে অনুশীলন বন্ধ রাখে বাংলাদেশ দল। তবে দলের জিম ও পুল সেশন ঠিকভাবে সম্পন্ন হয়েছে।
আগামীকালের ম্যাচ উপলক্ষে আজ দুপুর ২১৫ মিনিটে সংবাদ সম্মেলনে অংশ নেয় বাংলাদেশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী দলের হেডকোচ গোলাম রাব্বানী ছোটন ও অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলো নেপাল নারী দলের কোচ গ্রেরি ফিলিপস।
সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা বলে, ‘আমরা গত কয়েক মাস যাবত কঠোর পরিশ্রম করে আসছি সেই পরিশ্রমের ফলাফল আমরা আগামীকাল নেপালের ম্যাচ দিয়ে ভালো কিছু দেশকে উপহার দিতে চাই এবং পরবর্তীতে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এএফসি কাপ (কোয়ালিফাইং রাউন্ডে) নিজেদের অবস্থান ধরে রাখতে চাই। আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।’
নিজেদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী হেড কোচ গোলাম রাব্বানী ছোটন। মেয়েরা নিজেদের সেরাটা দিবে এটাই বিশ্বাস করে তিনি বলেন, ‘অনেক বছর ধরে মেয়েরা একসাথে খেলে আসছে তারা বয়স ভিত্তিক দলেও একসাথে খেলেছে তাই এখন প্রত্যেকের মধ্যে খুব ভালো সম্পর্ক এবং বোঝার ক্ষমতা রয়েছে। আমি আশা করি যদি মেয়েরা দলবদ্ধভাবে তাদের সেরাটা দিতে পারে তাহলে অবশ্যই আমরা কালকের ম্যাচে ভালো একটা ফলাফল পাবো।’
সার্বিকভাবে দলের সব খেলোয়াড় সুস্থ আছে। নেপাল পৌঁছে সকল খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করা হয়। গতকাল সকালে সকলের কোভিড রিপোর্ট আসে। রিপোর্টে সকলের কোভিড-১৯ নেগেটিভ আসে।