এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম। ভেন্যু হিসেবে আন্তজার্তিক মান সম্পন্ন করার লক্ষ্যে ফিফা ও এএফসি গাইডলাইন অনুযায়ী তা প্রস্তুত করতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। তাই আজ কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম পরিদর্শন করেছেন এনএসসি সচিব মো. মাসুদ করিমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
এর আগে দুইবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের একসঙ্গে স্টেডিয়ামের উন্নয়নের জন্য আলোচনা করেছিলো। স্টেডিয়ামটিতে ফ্লাডলাইট বসানোরও আবেদন করেছিলো ফুটবল ফেডারেশন।
কুমিল্লা ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের লক্ষ্য দেশে আরো কিছু ফুটবল স্টেডিয়াম আন্তর্জাতিক মানসম্পন্ন করা। এর জন্য যাবতীয় সব ব্যবস্থা গ্রহন করার পরিকল্পনা করছে বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের উপর থেকে চাপ কমিয়ে ফিফা ও এএফসি চাহিদা মোতাবেক ফুটবল স্টেডিয়াম গুলো সংস্কার করাই মূল লক্ষ্য এনএসসি ও ফেডারেশনের।