ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগস্টো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২৪-২৫ মৌসুমের বাকি অংশের জন্য আবারও আবাহনী লিমিটেড ঢাকায় যোগ দিচ্ছেন। ক্লাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আগস্টো টানা তিন মৌসুম আবাহনীর হয়ে খেলেছিলেন এবং দলটির মধ্যমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সর্বশেষ তিনি ব্রাজিলিয়ান ক্লাব ব্যাংগু-আরজে তে খেলেছেন। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, আবাহনীর হয়ে খেলার সময় তিনি ১৬টি গোল করেছিলেন। তবে গোল করার চেয়ে তার মধ্যমাঠের নিয়ন্ত্রণ ও খেলার ছন্দ বজায় রাখার দক্ষতাই আবাহনীর সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিল।তার পুনরাগমনে আবাহনীর মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ইতিমধ্যে ভিসা প্রক্রিয়ার কাজ শুরু করেছেন আগস্টো।

এবারের মৌসুমে বিদেশি ছাড়াই শুরু করেছিলো ঢাকা আবাহনী। তারপরও লিগে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তাই এবার নিজেদের অবস্থানের উন্নতি করতে দলে বিদেশি ফুটবলার যুক্ত করতে যাচ্ছে ক্লাবটি।  রাফায়েল আগস্টোর পাশাপাশি ব্রাজিলিয়ান আরেক ফুটবলারকে দলে ভেরাতে চায় আবাহনী। দ্বিতীয় লেগে মোট ৩ জন বিদেশি ফুটবলার দেখা যেতে পারে আকাশী-নীলদের ডেরায়। তৃতীয় বিদেশি হতে পারেন কোচ মারুফুল হকের পছন্দের বিপিএলে খেলে যাওয়া কোন এক নাইজেরিয়ান।

Previous articleশিলংয়েই হবে ভারত-বাংলাদেশ লড়াই
Next articleহামজার সংবর্ধনায় বাঁধা সময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here