করোনার জন্য গত মৌসুমে শেষ করতে হয়েছে অমীমাংসিত রেখেই। তাই নতুন মৌসুমে ফুটবল কবে মাঠে গড়াবে সেটা নিয়ে ক্লাব গুলো ও ফুটবলারদের সঙ্গে আলোচনা করে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে)। মঙ্গলবার ফুটবলারদের সঙ্গে আলোচনা করে পেশাদার লীগ কমিটি। মূলত পরিত্যক্ত মৌসুমের দেনা-পাওনা নিয়েই ফুটবলারদের কথা শুনেন কর্মকর্তারা।

সভা শেষে লীগ কমিটি চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শীদি গেলো পরিত্যক্ত মৌসুমে খেলোয়াড়দের পাওনা টাকা পরিশোধ করার প্রসঙ্গে ক্লাব গুলোকে জানানোর কথা বলেন। তিমি জানান, “আমরা প্রথমে ক্লাবগুলোর কথা শুনেছিলাম। এখন শুনলাম ফুটবলারদের কথা। তারা কিছু প্রস্তাব দিয়েছে। এগুলো ক্লাবকে জানানোর জন্য আবার বসব। তারপর লিগ কমিটির সভা করে নতুন মৌসুমের ক্যালেন্ডার চূড়ান্ত করবো”

ফুটবল ফেডারেশন আগামী মাসের শেষের দিকে দলবদল শুরু করতে চায়, ক্লাব ও খেলোয়াড়েরাও ফুটবল ফেরানোর বিষয়ে মুখিয়ে আছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, “আমরা আশা করি আমাদের প্লেয়ারদের দিকে তাকিয়ে ক্লাব সুন্দরভাবে সমাধানে আসবে।”

আপতত ভালো খবর এই যে ফেডারেশন, ক্লাব,ফুটবলার সবাই চাইছে দ্রুত ফুটবল মাঠে ফিরে আসুক।

Previous articleনতুন মৌসুমেও মোহামেডানের ডাকআউটে শন লেন
Next articleপরিত্যক্ত মৌসুমের পুরো টাকা দাবি; নতুন মৌসুমে ছাড় দিবে ফুটবলাররা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here