বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ এর আজকের ১ম ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে পিছিয়ে থেকেও ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ম্যাচটি শেষ হয়েছে উত্থান-পতনের মধ্য দিয়ে। ম্যাচের ১৮ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ইভজেনি কোচনেভের পেনাল্টিতে এগিয়ে যায় বারিধারা। বক্সের মধ্যে সাইদস্তোন ফজিলভ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি দেন রেফারি।
গোল শোধে চেষ্টা করতে থাকা মোহামেডান বিরতিতে যাওয়ার আগমুহূর্তে সফল হয়। জাপানি মিডফিল্ডার উরু নাগাতার শট পাপন সিং ফেরাতে গিয়ে পড়ে যান। বল সেসময় তার হাতে লাগলে পেনাল্টি সিদ্ধান্ত দেন রেফারি। মালির সোলেমান দিয়াবাতে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সমর্থকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনেন।
বিরতির পরও দুই দল ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে। কিন্তু কেউই সফল হতে পারেনি। ১-১ স্কোরলাইন নিয়েই মাঠ ছেড়েছে।
এর ফলে ছয় ম্যাচে এক জয়, তিন ড্রয়ে ৬ পয়েন্ট মোহামেডানের। পাঁচ ম্যাচে উত্তর বারিধারার পয়েন্ট ২।