আন্তজার্তিক পর্যায়ে এক ব্যর্থ মিশন শেষ করলো বসুন্ধরা কিংস। এশিয়ান ক্লাব পর্যায়ে তৃতীয় স্তর এএফসি চ্যালেঞ্জ লীগে বিনা পয়েন্টে ফিরতে হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের। আজ গ্রুপের শেষ ম্যাচে পারো এফসির মুখোমুখি হয়েছিলো বসুন্ধরা কিংস। ম্যাচের শুরুতে লিড নিলেও লিড ধরে রাখতে পারে নি ভেলেরিও তিতার শিষ্যরা, বরং ২-১ গোলে পরাজয়ও বরণ করতে হয়েছে।

১২ মিনিটেই লিড পেয়ে বসুন্ধরা কিংস। বক্সের বাইরে থেকে জনাথান ফার্নান্দেজের থ্রু পাসে বল ফয়সাল আহমেদ ফাহিম কাটব্যাক করেন, পারো এফসি গোলরক্ষক বাধা দিতে আসলেও সফল হন নি। এতে করে জায়গায় থাকা ভেলেরি গোলরক্ষকহীন পোস্টে বল পাঠিয়ে দেন।

২২ মিনিটে গোল করার আবারো সুযোগ পায় বসুন্ধরা কিংস। পূর্বের মতো ডি-বক্সের বামদিক থেকে কাটব্যাক করেন ফয়সাল আহমেদ ফাহিম। এবার উদ্দেশ্য ছিলো সাদউদ্দিন। তবে বল সাদউদ্দিনের কাছে পৌঁছানোর আগে পারো এফসির ডিফেন্ডার বল ক্লিয়ার করে দেন। ৩২ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন রাকিব হোসেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডামাসেনার থ্রু বাড়ানো থ্রু পাসে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও বল লক্ষ্যে রাখতে পারেন নি তিনি

ম্যাচের ফিরতে বেশীক্ষণ ব্যয় করে নি পারো এফসি। ২৩ মিনিটে পারো এফসির আক্রমণের চাপে বসুন্ধরা কিংসের দুমড়েমুচড়ে যাওয়ার ডিফেন্সকে পরাস্ত করে সমতাসূচক গোলটি করেন নিমা ওয়াংডি। প্রথমার্ধের শেষদিকে লিড পেতে পারতো পারো। তবে ইভান আসান্তের পাস থেকে রিচার্ড গাদজা বল পাওয়ার আগে তাকে আটকে দেন বাংলাদেশ দলের তপু বর্মন। ফলে ১-১ গোলের ড্র’তে শেষ হয় প্রথমার্ধের খেলা।

ম্যাচের ৫৪ মিনিটে এসে প্রথম ম্যাচের মতো আত্মঘাতী গোলের পুনরাবৃত্তি করে বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে করেছিলো সাদউদ্দিন, এবার সেই ফাঁদে পা দেন কিংসের উজবেক ডিফেন্ডার জাসুর জুমায়েভ। শেষ দিকে আর গোল না হলে পারো এফসির কাছে ২-১ গোলে পরাজিত হয় কিংস।

Previous articleমালদ্বীপের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ!
Next articleসাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here