ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ম্যানেজার হিসেবে আমের খানকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টিমস কমিটি।

ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের ম্যানেজার হিসেবে পরিচিত আমের খান ২০০৩ সাল থেকে একটানা ব্রাদার্সে এই দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া, জাতীয় দলেও একাধিকবার ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটি আসার পর তাকে ম্যানেজারের দায়িত্ব না দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি কয়েকজন নির্বাহী সদস্য তাকে দায়িত্ব না দেওয়ার সুপারিশও করেছিলেন। তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে শেষ পর্যন্ত অভিজ্ঞ আমের খানের ওপরই ভরসা রেখেছে ন্যাশনাল টিমস কমিটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের দিনক্ষণও ঘোষণা করেছে। দুই ধাপে প্রস্তুতির পরিকল্পনা নেওয়া হয়েছে—প্রথম ধাপে ঢাকায় এবং দ্বিতীয় ধাপে সৌদি আরবে অনুশীলন করবে বাংলাদেশ দল।

আগামী ২১ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের খেলা শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করবেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। পাঁচ দিনের সংক্ষিপ্ত ক্যাম্প শেষে নিবিড় অনুশীলনের জন্য সৌদি আরবে যাবে দল। সেখানে ৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে প্রস্তুতি পর্ব। এরপর দল শিলংয়ে যাবে, যেখানে ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

Previous articleমেয়েদের ফিরে আসা নিয়ে যা বললেন কিরণ
Next articleনারী ফুটবলার-কোচ দ্বন্দ্ব নিয়ে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here