দেশের ফুটবলের পুরোনো কলঙ্ক গুলোর প্রধান ‘পাতানো খেলা’। এর আগেও কয়েকদফা প্রমানিত হয়েছে বিষয়টি, শাস্তির সম্মুখীন হয়েছিলো ক্লাব ও খেলোয়াড়রা। জমে উঠা বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের এবারের আসরেও যুক্ত হতে চলেছে পাতানোর খেলার অভিযোগ। সন্দেহের তীর এবার ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের দিকে।

পক্ষপাতমূলক রেফারিং বিতর্ক এখনও শেষ হয়নি, এরই মধ্যে যুক্ত হয়েছে এই পাতানো খেলার অভিযোগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন লিগের অন্তত পাঁচটি ম্যাচে পাতানোর অভিযোগ এনেছে। উক্ত বিষয়ে বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এক ভিডিওবার্তায় বলেন, ‘আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়নকে স্পট ফিক্সিং ও পাতানো খেলা সংক্রান্ত কিছু বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি। এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকদিন ধরেই কাজ করছি। আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি।’ তিনি আরো যোগ করেন, ‘কিছু বিষয়ে তারা উত্তর দিয়েছে। আরও নির্দিষ্ট কিছু জানার আছে। পাতানো ম্যাচের তদন্ত কমিটি পাঁচটি ম্যাচ নিয়ে কাজ করছে।’

প্রমাণ পাওয়া গেলে ফিফা ও এএফসি’র মতো একটুও ছাড় দেবে না বাফুফে এমনটাই নিশ্চিত করে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘পাতানো ম্যাচের ব্যাপারে ফিফা ও এএফসি সবসময় জিরো টলারেন্স। এ বিষয়ে বাফুফেও জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। খেলার সৌন্দর্য্য বজায় রাখতে আইন মেনে চলবে।’

অভিযোগ যে পাঁচ ম্যাচ ঘিরে-

১৯ জানুয়ারী, ২০২১ – ব্রাদার্স ইউনিয়ন বনাম ঢাকা আবাহনী

২৩ জানুয়ারী, ২০২১ – বসুন্ধরা কিংস বনাম ব্রাদার্স ইউনিয়ন

১৭ জানুয়ারী, ২০২১ – আরামবাগ কেএস বনাম ঢাকা মোহামেডান

৯ ফেব্রুয়ারী, ২০২১ – শেখ রাসেল বনাম আরামবাগ কেএস

১৩ ফেব্রুয়ারী, ২০২১ – আরামবাগ কেএস বনাম ঢাকা আবাহনী

Previous articleআবারো পয়েন্ট হারালো আবাহনী!
Next articleজামালকে রুখে দিলো পুলিশ এফসি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here