বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন আবার বাফুফেতে ফিরছেন। ২০২৩ সালের জুন মাসে দায়িত্ব থেকে সরে যাওয়ার পর এই ঘোষণা নতুন করে আলোচনায় এসেছে।ছোটনের অভিজ্ঞতা এবং দক্ষতার কথা বিবেচনায় রেখে তাকে পুনরায় নিয়োগ দেওয়া হচ্ছে।তবে তিনি নারী দলের নয় ফিরছেন এলিট একাডেমির প্রধান কোচ হয়ে।
মাঝে ছোটন আর্মি নারী দলের কোচ হিসেবে নিযুক্ত ছিলেন। এখন তিনি ফিরছেন বাফুফের এলিট একাডেমির প্রধান কোচ হিসাবে।ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের সাহারিয়ার জাহেদি তার সাথে আলোচনা করে তাকে এ দায়িত্ব দিয়েছেন।তার সময়ের প্রথম সাফ জিতে নারী দল।
এদিকে গুঞ্জন রয়েছে মালদ্বীপ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির ফেরা নিয়েও। তিনি অতীতেও বাংলাদেশ ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন। তাকে নিয়ে বেশ কিছু নেতিবাচক ধারনা প্রচলিত থাকলেও সাইফুল বারি টিটুর স্থানে তাকেই ফেরাতে আগ্রহী বাফুফে।