নারী ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া শক্তিশালী নাসরিন স্পোর্টস একাডেমি। প্রথম ম্যাচে ১৯ গোল দেওয়ার পর দ্বিতীয় লেগে তারা সদ্যপুষ্কুরীনি যুব এসসির জালে দিয়েছে ৭ গোল। এদিকে দিনের আরেক ম্যাচে জামালপুর কাঁচারীপাড়া একাদশকে ৪-০ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতি সংসদ।
কমলাপুরে ম্যাচের শুরু থেকেই সদ্যপুষ্কুরীনির উপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে নাসরিন স্পোর্টস একাডেমি। ম্যাচের ৮ম মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে লিড পায় নাসরিন স্পোর্টস একাডেমি। এরপর কিছুটা রয়েসয়ে খেলে আক্রমণ রুখে দিতে থাকে সদ্যপুষ্কুরীনি। তবে বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন সানজিদা আক্তার। ফলে ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নাসরিন স্পোর্টস একাডেমি।
বিরতির পর ৫০তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন মাতসুসিমা সুমাইয়া। এরপর ৫৮তম মিনিটে নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে স্কোরশিটে নাম তুলেন সামসুন্নাহার। ৬১তম মিনিটে নিজের জোড়া গোল এবং দলের পঞ্চম গোলটি করেন মাতসুসিমা সুমাইয়া। এরপর ৬৭তম মিনিটে জোড়া গোলের দেখা পান সানজিদা আক্তার। আর ৮৯তম মিনিটে নিজের জোড়া গোলের সঙ্গে দলের ৭-০ গোলের বড় জয় নিশ্চিত করেন সামসুন্নাহার।
এর আগে একই মাঠে দিনের প্রথম ম্যাচে জামালপুর কাঁচারীপাড়া একাদশকে ৪-০ গোলে হারিয়ে দেয় সিরাজ স্মৃতি সংসদ। ম্যাচের শুরু থেকে দুই দলই গোলের জন্য ঝাপিয়ে পড়ে। তবে ২৭তম মিনিটে সিরাজ স্মৃতি সংসদকে এগিয়ে দেন থুইনুয়ে মারমা। প্রথমার্ধে অবশ্য আর গোলের দেখা মিলেনি। ফলে ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিরাজ স্মৃতি সংসদ।
দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে নিজের জোড়া গোলের সঙ্গে সিরাজ স্মৃতি সংসদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন থুইনুয়ে মারমা। এরপর ৬৫তম মিনিটে আলপি আক্তারের গোলে ৩-০ তে এগিয়ে যায় সিরাজ স্মৃতি সংসদ। আর ম্যাচের শেষ দিকে ৮৩তম মিনিটে রুমা আক্তারের গোলে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দলটি।