আবারো ভেস্তে গেলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ!গত ২৭ শে জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র কমিটি ফর ওমেন্স ফুটবলের এক সভায় ভুটানের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিলো ফেডারেশন। তবে সেটি এখন হচ্ছেনা, কারণ ফ্লাইট জটিলতার ভুটান পাড়ি দিতে পারছে না বাংলাদেশ নারী দল।

ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাইয়ের ফিফা উইন্ডোতে সাবিনাদের জন্য আগামী ১১ ও ১৪ ই জুলাই দুইটি প্রীতি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলো। প্রতিপক্ষ ভুটানের থিম্পুতে দুইদ লের মুখোমুখি হওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় পড়ে মাঠে গড়াবে না এই দুইটি প্রীতি ফুটবল ম্যাচ।

তবে প্রীতি ম্যাচ নাহলেও নতুনভাবে পরিকল্পনা সাজানো হচ্ছে। একই ভেন্যুতে হতে পারে ত্রিদেশীয় ফুটবল টুর্ণামেন্ট। যেখানে অংশ নিবে সাবিনারা। এছাড়া স্বাগতিক হয়ে অংশ নিবে ভুটান। অন্যদিকে তৃতীয় দল হিসেবে কোন দল খেলবে সেটি এখনো নির্ধারণ করা হয় নি। তবে সেই জায়গায় সম্ভাব্য দল হিসেবে নেপালের অংশগ্রহণ করার গুঞ্জন রয়েছে। ভেন্যু নির্ধারণ হলেও এখনো টুর্ণামেন্টের দিনক্ষণ নির্ধারণ হয় নি।

Previous articleঅ-১৮ লিগ: আবাহনী ও পুলিশের জয়; ফর্টিসে আটকাল মোহামেডান
Next articleকিংসকে বিদায় জানালো অস্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here