দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আবারো স্থগিত করা হয়েছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। এর আগে কারফিউ জারি করার সময় আরো এক দফা স্থগিত করা হয়েছিল এই লিগ। ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত স্থগিত থাকবে লিগ।
উঠতি খেলোয়াড়দের সঙ্গে ক্লাবগুলোর দেশের ফুটবলের শীর্ষ স্তরের দিকে উঠে আসার জন্য এই লিগ বেশ বড় ধরনের গুরুত্ব বহন করে। এর সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে দলের সংকট কাটাতে এবারের সিনিয়র ডিভিশন লিগ থেকে চারটি দলকে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাই এই লিগে খেলা ১৮টি দল শীর্ষ চারে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
ইতোমধ্যে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের চলমান আসরের ৭ রাউন্ড সম্পন্ন হয়েছে। এখনো বাকি লিগের প্রায় দুই-তৃতীয়াংশ খেলাই বাকি রয়েছে। তাই দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে কবে নাগাদ আবারো মাঠে গড়াবে এই লিগ সেটি জানতে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির দিকে তাকিয়ে ক্লাব সংশ্লিষ্টরা।