মার্চের ফিফা উইন্ডোতে ঘরের মাঠে ব্রুনেই ও সিশেলসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টে কোনো ফাইনাল ম্যাচ নেই। ফলে দলগুলো খেলবে সমান ২ টি করে ম্যাচ। সিলেটে অনুষ্ঠেয় এই ম্যাচ দুটির প্রস্তুতি নিতে আজ রাতে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, আজ দিবাগত রাত ১ টা ১৫ মিনিটে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সৌদি আরবের মদিনায় ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনুশীলন করবে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। স্থানীয় ক্লাবের সঙ্গে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে বাফুফের।
এদিকে বাংলাদেশের নবনিযুক্ত সহকারী কোচ ডেভিড গোমেজ, গোলরক্ষক কোচ মিগুয়েল অ্যাঞ্জেল ইগলেশিয়াস আনিদো এবং ফিজিও যোগেশ্বর সেন্তিলকুমার তাদের নিজ নিজ দেশ থেকে সৌদি আরবে দলের অনুশীলনে যোগ দিবেন। এছাড়া ফিনল্যান্ডে থাকা তারিক কাজিও সরাসরি সৌদি আরবে দলের সঙ্গে যুক্ত হবেন।