দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীর দল গঠনে। চলতি মৌসুমে কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই শুরু করেছিল দলটি। তবে দেশীয় খেলোয়াড়দের নিয়েই প্রথম লেগ শেষে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে মারুফুল হকের শিষ্যরা। এবার শিরোপা লড়াইয়ে দলের শক্তি বাড়াতে আর্জেন্টাইন স্ট্রাইকার গুস্তাভো ব্রিটসকে দলে ভেড়ানোর সম্ভাবনা রয়েছে আকাশী-নীলদের।
৩৪ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড গুস্তাভো ব্রিটস সবশেষ খেলেছেন কলম্বিয়ার দ্বিতীয় স্তরের ক্লাব জাগুয়ার্স এফসিতে। এর আগের মৌসুমে তিনি খেলেছিলেন কলম্বিয়ার শীর্ষ স্তরের ক্লাব ডিপোর্টিভো পাস্তোতে। ক্লাব ক্যারিয়ারে কলম্বিয়া, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, বলিভিয়ার শীর্ষ স্তরে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া নিজ দেশ আর্জেন্টিনার তৃতীয় ও দ্বিতীয় স্তর, কলম্বিয়ার দ্বিতীয় স্তর ও গ্রিসের তৃতীয় স্তরের লিগেও খেলার অভিজ্ঞতা আছে তার। ক্লাব ক্যারিয়ারে ২২২ ম্যাচে ৭২টি গোল করেছেন ব্রিটস। ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি খেলেছেন বক্স স্ট্রাইকার হিসেবে। অভিজ্ঞ এই স্ট্রাইকারের উপর আস্থা রাখতে চায় আবাহনী ম্যানেজমেন্ট।
এদিকে, আবাহনীর পুরোনো ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো আবারো ফিরছেন দলে। এছাড়া গুঞ্জন রয়েছে, আগের মৌসুমে খেলা নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবুগও ফিরতে পারেন। আবাহনীর হয়ে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমেকার উপর বিশেষ ভরসা রাখছে ক্লাব।
দ্বিতীয় লেগে নতুন শক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুত ঢাকা আবাহনী। নতুন বিদেশি তারকা এবং পুরোনো খেলোয়াড়দের ফেরানোয় দলটি আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করছে ক্লাব ম্যানেজমেন্ট।