বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে জয় দিয়েই যাত্রা শুরু করলো টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। কুমিল্লায় শুরুতে পিছিয়ে পড়েও ফকিরেরপুলকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আকাশী-নীলরা। অপরদিকে ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।

আবাহনীর বিপক্ষে ১৫তম মিনিটেই লিড নেয় তলানির দিকে থাকা ফকিরেরপুল। সায়েদ হোসেন সায়েমের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ৪০তম মিনিটে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ হৃদয়। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে এনামুল গাজীর গোলে লিড নেয় আবাহনী।

৬০তম মিনিটে ব্যবধান ৩-১ করেন এনামুল। এরপর ৭৬তম মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন মোহাম্মদ ইব্রাহিম। এরপর ৮৬তম মিনিটে জাফর ইকবাল ও ইনজুরি সময়ে মিরাজুল ইসলামের গোলে ৬-১ গোলের বড় জয় নিশ্চিত হয় মারুফুল হক শিষ্যদের। এই জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো আবাহনী।

এদিকে ময়মনসিংহে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামে টেবিলের তলানির দল চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ১৯তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর ২৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মিগুয়েল ফিগেইরা। এরপর বেশ অনেকগুলো গোলের সুযোগ তৈরি করলেও জালের ঠিকানা খুঁজে পায়নি ভ্যালেরিউ তিতা শিষ্যরা। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়।

এই জয়ে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই থাকলো বসুন্ধরা কিংস। অপরদিকে সমান ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে সবার তলানিতে চট্টগ্রাম আবাহনী।

Previous articleজয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু মোহামেডান, ফর্টিস ও পুলিশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here