পর্দা নামলো ”East Asian Amputee Football Qualification for Amputee Football World Cup 2022-এর আসর। গত ১২ ই মার্চ ফুটবল ফর অল এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছিলো এই টুর্ণামেন্ট।

আজ সোমবার টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে জাপান জাতীয় আমপুচি ফুটবল দল ২-০ গোলে ইন্দোনেশিয়া জাতীয় আমপুচি ফুটবল দলকে পরাজিত করে শিরোপা জিতে। চ্যাম্পিয়ন জাপান ও রানার্সআপ ইন্দোনেশিয়া দুই দলই তুরস্কে অনুষ্ঠিত Amputee Football World Cup-এ খেলার যোগ্যতা করেছে।

প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র নির্বাহী কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম (নুরু), সদস্য টিপু সুলতান, বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশেস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হার্টান্টো সুবোলো, Asian Amputee Football Confederation এর সভাপতি মাসউকি মাজিনো এবং ফুটবল ফর অল বাংলাদেশ এর টম লিডার মোঃ বদিউজ্জামান আল- আমীন।

Previous articleমাঠে গড়াচ্ছে নারী ফুটবলের সম্ভাবনাময় টুর্নামেন্ট!
Next articleপ্রীতি ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা কাবরেরার; নতুন মুখ মেরাজ, ফয়সাল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here