আগামীকাল মহারণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এগিয়ে আছে বহুগুণে। লড়াইটা যেনো একপাশে না হয়ে তার জন্য কাজ করেছে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এবং তার শিষ্যরা। মাঠের অনুশীলনে নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছে তারা। এতে করে তাদের নিজেদের ধার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে আত্মবিশ্বাসও।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বেও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। এবারেও প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে পাচ্ছে জামাল ভূঁইয়ার দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় খেলা বেশ কঠিন। সেটা স্বীকার করেন অধিনায়ক,
‘আমি মনে করি, দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে এটি। কোচ যেটা বলেছেন, আমরা লড়াই করতে চাই। নিজেদের সামর্থ্য দেখাতে চাই। দলের সকল ফুটবলারের অভিজ্ঞতার মিশন হতে যাচ্ছে ম্যাচটি। আমরা জানি এটা বেশ কঠিন হতে যাচ্ছে। আমরা নিজেদের সামর্থ্যর সেরাটা দিতে চাই।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশের ফুটবল ভক্তদের বন্দনা করতে ভুলে যাননি জামাল। ভক্তদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন,
‘পৃথিবীর যে প্রান্তে গিয়ে খেলি না কেনো বাংলাদেশী ভক্তদের কাজকর্ম আমাকে আনন্দ দেয়। কারণ তারা সাধ্যমতো আমাদের পাশে থাকার চেষ্টা করে। তাদের দেওয়া এক শতাংশ অনুপ্রেরণা আমাদের দশ শতাংশ অনুপ্রাণিত করে। এই অনুপ্রেরণাই আমাদেরকে সাফল্য ছুঁতে সাহায্য করে। দলের জন্য দোয়া করবেন, (সমর্থকদের উদ্দেশ্যে) আমার সাথে থাকো, দলের সাথে থাকো, জানি ম্যাচটা কঠিন হবে, কিন্তু আমরা একটা ভালো ফল করতে চাই; ইনশাল্লাহ।’