বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে আগের লেগে যে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল বাংলাদেশ, সে ফিলিস্তিনকে ঘরের মাঠে চেপে ধরেছিল জামাল ভূঁইয়ারা। তবে কিংস অ্যারেনাতে শেষ পর্যন্ত রক্ষণের ভুলে শেষ মুহূর্তে এক গোল খেয়ে হেরে মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যদের। ম্যাচ হারলেও জামাল-তপু-হৃদয়দের নিয়ে গর্বিত হওয়া উচিত বলে মনে করছেন স্প্যানিশ কোচ।
হাভিয়ের কাবরেরার দল নিয়ে গর্বিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন,
‘আমাদের দল নিয়ে গর্বিত হওয়া উচিৎ, বিশেষ করে প্রথমার্ধে আমরা জমাট ছিলাম। যদিও ওরা বল পজিশনে এগিয়ে ছিল, কিন্তু আমরা আধিপত্য করেছি, ভীত ছিলাম না। পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছি। অনেকগুলো কর্নার পেয়েছিল ওরা, সেগুলোও আমরা ভালোভাবে ডিফেন্ড করেছি। শেষ দিকে আমরাও কিছু সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি।’
ইনজুরি সময়ের ৪ মিনিটে রক্ষণের এক ভুলেই নিশ্চিত হয় আজকের পরাজয়। অনেকে ডিফেন্ডারদের মনসংযোগ ঘাটতিকে দায়ী করলেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন ভিন্ন কথা,
‘এটা মনোযোগের ঘাটতি নয়। কখনও আপনি প্রত্যাশা অনুযায়ী ফল পাবেন, কখনও পাবেন না। এটা হতাশাজনক। আসলেই আজ তাদের চেয়েও আগে আমাদের গোল প্রাপ্য ছিল। পয়েন্ট না পাওয়ায় অবশ্যই হতাশ।’
পুরো ম্যাচে কয়েকদফা বাংলাদেশকে গোল হজম থেকে রক্ষা করেছেন গোলকিপার মিতুল মারমা। তার পারফরম্যান্সে প্রশংসা করছেন কাবরেরার। বলেছেন,
‘মাসের পর মাস সে (মিতুল) পারফর্ম করছে। সে সেই পর্যায়ে আছে। মিতুল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখা যাক, তার কী হয়েছে, কী অবস্থা সেটা দেখতে হবে।’