ভারতের আই লিগে খেলতে এখন কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজেকে প্রমানের অপেক্ষায় দক্ষিন এশিয়ার অন্যতম সেরা এই মিডফিল্ডার। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সামাজিক যোগযোগ মাধ্যমে নিজেকে ভারতে প্রমানের অপেক্ষায় আছেন বলে জানান জামাল।
ভারতে গিয়ে কোয়ারান্টাইনে আছেন জামাল। সব ঠিক থাকলে কাল দলের সাথে অনুশীলনে নামবেন তিনি। জামাল বলেছেন, ‘আমি নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। যা আমি বাংলাদেশে আগে থেকেই নিয়ে আসছি। বাংলাদেশে কয়েক বছর ধরেই খেলছি। তাই সবকিছুই জানা হয়েছে। আমি যখন মোহামেডানে খেলার সুযোগ পেয়েছি, তখন পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাই চ্যালেঞ্জ নিতে বলেছিল।’
আই লিগের শিরোপার জন্যই লড়বে তার দল কলকাতা মোহামেডান। জামালেরও একই প্রত্যাশা, ‘কলকাতা মোহামেডান আমাকে নিয়ে যে কোনও ভুল করেনি, সেটা আই লিগে খেলে প্রমাণ করতে হবে।কলকাতার সঙ্গে ঢাকার বড় পার্থক্য নেই। খাদ্য, ভাষাসহ সবকিছু প্রায় এক। কলকাতা মোহামেডান শিরোপার জন্য লড়বে, সবাই প্রত্যাশা করছে, আমিও।’