আগামী ৬ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘সাফ নারী চ্যাম্পিয়নশীপ’এ অংশ নিবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাফের আগে নিজেদের যাচাই করে নেওয়ার তাগিদে প্রস্তুতি ম্যাচের জন্যে প্রতিপক্ষের সন্ধানে ছিলো বাফুফে। বিভিন্ন দলকে আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছিলো। শেষে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ম্যাচ খেলতে ইতিবাচক সাড়া দিয়ে দিয়েছিলো। কথা ছিলো আগামী ৩০ শে আগষ্ট ও ১ লা সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত নারী ফুটবল দলের সাথে দুইটি প্রস্তুতি খেলবে বাংলাদেশ। কিন্তু গতকাল দুপুরে সংযুক্ত আরব আমিরাত ফুটবল ফেডারেশন বাফুফে জানিয়েছে তারা দল পাঠাতে পারছে না।

লিখিতভাবে কোনো পত্র না পাঠালেও আরব আমিরাত ফুটবল ফেডারেশন মৌখিকভাবে বাফুফে-কে না আসার ব্যাপারে অবহিত করেছে। এই প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা এখনো লিখিত কিছু পাইনি। তবে সংযুক্ত আরব আমিরাত ফুটবল ফেডারেশন মৌখিকভাবে নেতিবাচক কথা জানিয়েছে। তারা আসতে পারবে না। যে কারণে ম্যাচ দুটি আর হচ্ছে না।’

আরব আমিরাত প্রস্তুতি ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালেও  প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে আশা ধরে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আরব আমিরাত না করে দেওয়ায় প্রস্তুতি ম্যাচের জন্যে বাফুফে এবার ইন্দোনেশিয়া ফুটবল এসোসিয়েশনের সাথে যোগাযোগ করছে। এই ব্যাপারে আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু সাফ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। আমরা এখন ইন্দোনেশিয়ার সঙ্গে কথা বলেছি। কিঞ্চিত সম্ভাবনা আছে। তারা যদি নাও আসতে পারে আমরা ইন্দোনেশিয়া গিয়ে ম্যাচ খেলে নেপাল যাবো। আর না হয় ঢাকায় এনে অন্তত একটি ম্যাচ খেলা যায় কিনা সে চেষ্টাও করছি। ইন্দোনেশিয়ার বিষয়টি এখন ফিফটি-ফিফটি। আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত কিছু জানানো যাবে’

আগামী ৬ ই সেপ্টেম্বর থেকে নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশীপের আসর বসবে। এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশসহ সর্বমোট সাতটি দল। আগামী ৭ ই সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে মালদ্বীপ জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশীপের যাত্রা শুরু করবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

Previous articleনিষিদ্ধ হওয়া ভারতের জন্য সাফের অপেক্ষা!
Next articleদল ঘোষণায় চমকের ইঙ্গিত ক্যাবরেরার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here