বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দল বসুন্ধরা কিংসের সাথে চুক্তির মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করেছে রবসন রবিনহো। দুই বছরের চুক্তির পাশাপাশি থাকছে পারফরম্যান্স ধরে রাখতে পারলে আরো এক বছরের চুক্তির মেয়াদ বৃদ্ধির সুযোগ। আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছে উভয়পক্ষ।

রবসন ২০১৮ সাল থেকে চার দফা বিভিন্ন ক্লাবে লোনে থাকার পর ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে ২০২০ সালে বসুন্ধরা কিংসে লোনে আসে। ২০২০-২১ মৌসুমে লোনে বসুন্ধরা কিংসের খেলে রবসন। নতুন মৌসুমে ফ্লমিনেন্সের চুক্তি শেষ হলে ফ্রি এজেন্ট হিসেবে পুনরায় কিংসের ডেরায় ফিরে আসে রবসন। বসুন্ধরা কিংসের জার্সি গায়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৩ গোল ছাড়াও করেছে ১০ টি এসিস্ট।

এছাড়া সকল প্রতিযোগিতামূলক মিলিয়ে ৫৮ ম্যাচে ৪১ গোল করেছে কিংসের গোলমেশিন রবসন। গোলস্কোরিংয়ের পাশাপাশি কিংসের হয়ে একটি প্রিমিয়ার লীগ শিরোপা ও একটা ফেডারেশন কাপ শিরোপা জিতেছে রবসন। চলতি মৌসুমেও লীগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বসুন্ধরা কিংস। আগামী ১৮ ই জুন সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো লীগ শিরোপা জিতবে বসুন্ধরা কিংস।

Previous articleবিসিএলে ফিক্সিং প্রমাণিত; শাস্তির আওতায় আসবে ক্লাব, কর্মকর্তা ও খেলোয়াড়রা!
Next articleইতিহাস গড়ার হাতছানি কিংসের সামনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here