বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ভেন্যু হলো বনানীর আর্মি স্টেডিয়াম। স্টেডিয়ামের অভিষেক ম্যাচেই জয় পেয়েছে ঢাকা মোহামেডান এসসি। ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করেছে সাদা কালো শিবিররা।

ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুর্বল ব্রাদার্স মোহামেডানকে রুখতে পারেনি। দুই অর্ধে দুই গোল করে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরেছে শেন লিনের দল।

৪১ মিনিটে সোলেমান দিয়াবাতের কাছ থেকে বল পেয়ে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন শাহেদ হোসেন । দিয়াবাতে নিজে গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন ৮৩ মিনিটে।

২০ ম্যাচে ৩৬ পয়েন্ট মোহামেডানের। এক ম্যাচ কম খেলে ব্রাদার্সের পয়েন্ট

Previous articleরাসেলের জালে সাইফের এক হালি গোল!
Next articleচেয়ারম্যান পদ থেকে মনজুর কাদেরের অব্যহতি চান মানিক!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here