ইনজুরির কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে ছিটকে গিয়েছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তাই তার পরিবর্তে ক্যাম্পে ডাকা হয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালী সময় থেকেই শেখ রাসেল কেসি’র গোলবারের সামনে অনুপস্থিত ছিলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তবে জাতীয় দলের ঘোষিত ৩৩ জনের প্রাথমিক দলে তাকে ডাকা হয়। কিন্তু প্রস্তুতির দ্বিতীয় দিনেই নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাকে পাবে না বাংলাদেশ দল।
রানার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী রাসেল মাহমুদ লিটন। পূর্বে জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই গোলরক্ষকের উপর আস্থা রেখেছেন জেমি ডে। লিগে তার দল ভালো অবস্থানে না থাকলেও নিজের পারফর্ম্যান্সে সবসময় উজ্জ্বল ছিলেন লিটন।
আশরাফুল ইসলাম রানা প্রিমিয়ার লিগ চলাকালী সময়েই ক্লাফ মাসেলের টিস্যু ছিড়ে যাওয়া এতোদিন বিশ্রামে ছিলেন। ফলে শেখ রাসেলের শেষ দিকের ম্যাচগুলোতে তিনি দলের বাইরে ছিলেন। তবে তার অভিজ্ঞতার কারণে এবং রিকভারি চলতে থাকায়ই হয়তো তাকে জাতীয় দলের স্কোয়াডে রাখেন কোচ জেমি ডে। কিন্তু নিজের ইনজুরির অবস্থা বিবেচনা করে রানা নিজ থেকে সরে গিয়েছেন।
সরে দাড়ানোর মূল কারণ হিসেবে আশরাফুল রানা অফসাইডকে ফোনালাপে জানান, ‘আমার ক্লাফ মাসলের টিস্যু ছিড়ে গিয়েছিলো লিগ চলাকালীন সময়। ইতিমধ্যে এক সপ্তাহ চলে গিয়েছে। আর ৭ থেকে ১০ দিন গেলে আমি প্র্যাকটিসে ফিরতে পারবো। তবে জাতীয় দলে যেহেতু হাই লেভেলের প্র্যাকটিস হয় সবসম, সেজন্য আমি নিজেকে ক্যাম্প থেকে সরিয়ে নিয়েছি।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচ জুনে কাতারে অনুষ্ঠিত হবে। ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।