ইউরোপীয়ান ক্লাবে সাবিনা-ঋতু?

0
136

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এবং উইঙ্গার ঋতুপর্ণা চাকমা এবার ইউরোপের মাঠে খেলার সুযোগ পেতে যাচ্ছেন। সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপে টানা সাফল্যের পর নর্থ মেসিডোনিয়ার শীর্ষস্থানীয় ক্লাব ব্রেরা টিভেরিজা তাদের দলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। ক্লাবটি বর্তমানে নর্থ মেসিডোনিয়ান উইমেন্স লিগে শীর্ষে অবস্থান করছে।

বাফুফে ভবনে এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করে সাবিনা জানান, ব্রেরা টিভেরিজার পক্ষ থেকে তারা দু’জন প্রস্তাব পেয়েছেন, যদিও ভিসা জটিলতার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সাবিনা বলেন, “আমার এবং ঋতুর প্রতি তাদের আগ্রহ রয়েছে, তবে জানুয়ারির আগে কিছুই চূড়ান্ত হবে না।”

ইউরোপে খেলতে যাওয়া প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে সাবিনার রয়েছে বিশেষ অভিজ্ঞতা। এর আগে তিনি ভারতের উইমেন্স লিগে সেথু এফসি এবং কিকস্টার্ট ক্লাবে খেলেছেন। সম্প্রতি সাবিনা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা এবং ঋতুপর্ণা ভুটানের রয়্যাল থিম্পু কলেজ এসসির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নেন।

সাবিনাদের বিদেশী ক্লাবে প্রস্তাব সম্পর্কে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ক্লাবগুলো থেকে অফার আসলে আমরা সবসময় চেষ্টা করেছি মেয়েদের দেয়ার জন্য। যেখান থেকে অফার এসেছে আমরা কখনই সেখান থেকে তাদের বঞ্চিত করিনি। ঐরকম অফার থাকলে আমরা অবশ্যই বিবেচনা করবো।’ কিন্তু এখনও পর্যন্ত ব্রেরা টিভেরিজার অফার বাফুফের কাছে আসেনি বলে নিশ্চিত করেন।

ব্রেরা টিভেরিজায় বর্তমানে দুই বিদেশি খেলোয়াড় আছেন—ব্রাজিলের গোয়া টেচুরি হারুমি এবং যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কোপলে জেন। ইউরোপের ক্লাবে সাবিনা ও ঋতুর অন্তর্ভুক্তি হলে বাংলাদেশের নারী ফুটবলের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Previous articleকাঙ্খিত ফলাফল পেতে বদ্ধপরিকর বাংলাদেশ!
Next articleবাটলারকে ধরে রাখতে চায় বাফুফে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here