ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ইউসুফ সিফাতকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্লাবের দুবার নোটিশ পাঠানোর পরও কোন জবাব না পাওয়ায় ফেডারেশন নোটিশ পাঠিয়েছে এই ফুটবলারকে।
মূলত ঢাকা মোহামেডান এসসি থেকে চিকিৎসার জন্য এক লক্ষ টাকা এবং দুই মাসের বেতন নিয়েছেন ইউসুফ সিফাত। কিন্তু এরপর থেকেই ক্লাব তার সাথে যোগাযোগ করতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাই ক্লাব বাফুফে’কে চিঠি দিয়েছে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য।
মোহামেডান এসসি’র দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স অফসাইডকে জানান, ‘ওর (ইউসুফ সিফাত) চিকিৎসার জন্য দুলক্ষ টাকার প্রয়োজন ছিলো। আমরা ক্লাব থেকে দু মাসের বেতন ও এক লক্ষ টা দিই অপারেশন করার জন্য। যাতে সেকেন্ড লেগে ওকে দলের সাথে পাই। কিন্তু সেই থেকে ওর ফোন অফ কোন ভাবেই যোগাযোগ করতে পারিনি।’
এছাড়া সিফাত গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করে প্রিন্স, ‘ও অনেক জায়গায় বলেছে ওকে নাকি ক্লাব থেকে বের করে দিয়েছি! কিন্তু এরকমটা কেন করবো আমরা? দলের প্রতিটি খেলোয়াড়ের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো যেটা আমাদের পারফর্ম্যান্সেই দেখতে পেয়েছেন আপনারা। আশা করি নতুন কমিটি সিদ্ধান্ত নিবে সিফাতের বিষয়ে।’
ফেডারেশন থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে যার জবাব আগামী ১৬ মার্চের মধ্যে দিতে হবে খেলোয়াড়কে।