সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফুটবল সমর্থকরা এক একজন হয়ে উঠেন ফুটবলের বিশ্লেষক। বিষয়টা স্বাভাবিকও বটে। যাদের সমর্থন দিবেন তাদের নিয়ে ভালো মন্দ বলা যায়ই। কিন্তু প্রায়শই তা মাত্রা ছাড়িয়ে যায়। নানা ধরনের নেতিবাচক কথা বলে খেলোয়াড়দের হেনস্তা করে বসে কিছু অতি উৎসাহী সমর্থকরা। তবে শেষ পর্যন্ত সমর্থকরাই হচ্ছে ফুটবলের প্রাণ। তাই সমর্থকদের কাছে ইতিবাচকভাবে সমর্থন চাইলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।
সমর্থকদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় মামুনুল বলেন, ‘ইতিবাচকভাবে সমর্থন করুন যেন খেলোয়াড়েরা অনুপ্রেরণা পায়। এজন্য আসছে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বসহ আগামী দিনের ম্যাচগুলো মাঠে এসে দেখুন।’
জাতীয় দল ক্রমাগত পিছিয়ে যাওয়ায় হতাশ সমর্থকরা। গত চারটি সাফ ফুটবলে ব্যর্থ হওয়ার পাশাপাশি এসএ গেমসেও কাঙ্ক্ষিত ফল পায়নি ফুটবলাররা। তবে বড় সাফল্য না এলেও জাতীয় দলের মিডফিল্ডার মামুনুল ইসলামের মতে কিছু সাফল্যও আছে বাংলাদেশের।
জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তার মামুনুল জানান, ‘বাংলাদেশের খেলা এখন অনেক গোছানো। জাতীয় দলের সাম্প্রতিক ম্যাচগুলোর মধ্যে এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই, সেখানে কাতারের সঙ্গে আমরা জিতেছি। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের প্রতিটি ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স, ভারতের মাটিতে ভারতের সঙ্গে ড্র‑ পেশাদারিত্ব ও উন্নতিরই দৃষ্টান্ত।’