Picture : Kalerkontho

নতুন ইতিহাস গড়ার থেকে মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে বসুন্ধরা কিংস। ২০১৭ সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ দিয়ে কিংসদের ঘরোয়া ফুটবলে হাতে ঘড়ি হয়। সেই মৌসুমে চ্যাম্পিয়নশীপ ট্রফি জিতে প্রিমিয়ার লীগে উত্তীর্ণ হয় বসুন্ধরা। এরপর প্রিমিয়ার লীগে দুইবার অংশ গ্রহন করে,দুইবারই ট্রফি নিজেদের ঘরে তোলে  বসুন্ধরা কিংস। চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের সামনে তৃতীয়বারের ট্রফি হাতছানি দিচ্ছে। ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ আসর প্রিমিয়ার লীগে অভিষেক হওয়ার পরপরই হ্যাটট্রিক লিগ শিরোপা জয়ের রেকর্ড নেই কোনো দলের। বসুন্ধরা কিংস সেই রেকর্ডের দোরগোড়ায়।

ঘরোয়া ফুটবলে হ্যাট্রিক শিরোপা জয়ের ইতিহাস আছে দুই ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রিমিয়ার লীগের পূর্ববর্তী সংস্করণ ঢাকা সিনিয়র ডিভিশন লীগে ১৯৮৩,১৯৮৪,১৯৮৫ মৌসুমে হ্যাট্রিক শিরোপা জিতে ঢাকা আবাহনী। ২০০৭ সালে ঢাকা সিনিয়র ডিভিশন লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগের পূর্ণতা পাওয়ার পর ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০০৯-১০ মৌসুমে পুনরায় হ্যাট্রিক শিরোপা জিতে ঢাকা আবাহনী। এছাড়া ঢাকা সিনিয়র ডিভিশন লীগ থাকাকালীন ১৯৮৬,১৯৮৭,১৯৮৮ মৌসুমে হ্যাট্রিক শিরোপা জয়ের কৃতিত্ব গড়েছিলো মোহামেডান স্পোর্টিং।

চলতি মৌসুমে ২০ রাউন্ডে আগামীকাল প্রতিপক্ষের মাঠ মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। সাইফের বিপক্ষে জয় পেলে ২০ ম্যাচে বসুন্ধরা কিংসের পয়েন্ট দাঁড়াবে ৫১। এতে করে বর্তমানে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা আবাহনী শেষ তিন ম্যাচে জয় পেলেও সর্বমোট তাদের পয়েন্ট হবে ৫০। ফলে আগামীকাল বসুন্ধরা কিংস যদি সাইফের বিপক্ষে জয় পায় নতুন অভিষিক্ত দল হিসেবে টানা তৃতীয়বারের লীগের শিরোপা নতুন এক রেকর্ড গড়বে।

ম্যাচের আগে প্রতিপক্ষ সাইফকে সমীহের চোখে দেখছে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। তিনি বলেন, ‘তারা দ্বিতীয় লেগে দুর্বার গতিতে খেলছে। বিশেষ করে আক্রমণভাগ অসাধারণ ফর্মে রয়েছে। আক্রমণের সংখ্যা এবং গোলের হার খুব কাছাকাছি।’ তবে নিজেদের জয়ে প্রসঙ্গে আশাবাদী হয়ে বলেন, ‘আমার ছেলেরা মৌসুম জুড়ে ভালো খেলেছে। আশা করি সোমবার সেরাটা দিয়ে সাইফ স্পোর্টিংকে হারাতে পারব।’

Previous articleআরো দুই বছর কিংসে রবসন!
Next articleদুই ম্যাচ হাতে রেখে কিংসের প্রিমিয়ার লীগ জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here