ইনজুরিতে পড়লো বর্তমান সময়ে বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। লেস্টার সিটির কোচ স্টিভ কুপার প্রেস ব্রিফিংয়ে হামজা চৌধুরীর ইনজুরির বিষয়টি নিশ্চিত করেন।
মাঠে অনুশীলনের সময় কাধে আঘাতপ্রাপ্ত হন হামজা। এতে করে তার কাধের সাথে হাতের যে জয়েন্ট থাকে তা সরে গিয়েছে। হামজার ইনজুরিকে অপ্রত্যাশিত একটি ঘটনা বলে মনে করছেন কোচ স্টিভ কুপার,
“এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। এটা তেমন কোনো বড় ফাউল বা ওইরকম কিছু ছিলো না। দুর্ভাগ্যজনকভাবে এতে করে তার কাধ নির্দিষ্ট অবস্থান থেকে সরে গেছে।”
হামজা চৌধুরী আবার কবে মাঠে ফিরবে সে সম্পর্কে নির্দিষ্টভাবে তেমন কিছু বলেননি। ইনজুরি কাটিয়ে দলের সাথে যোগ দিতে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসও লেগে যেতে পারে বলে জানান কুপার। তিনি বলেন,
“আমরা নিশ্চিত করে কিছুই বলতে পারছিনা। এতে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস সময় লাগতে পারে। বর্তমানে তাকে আমরা এখন আর পাচ্ছি না।”
তবে কোচ আশা করছেন হামজা চৌধুরী খুব শীঘ্রই দলে ফিরতে পারবেন।