জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে ‘ফিফা টায়ার-১’ ম্যাচ রয়েছে। সেই ম্যাচকে সামনে রেখে গতকাল রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ ভ্রমণ শেষে ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুর ১:০০ টায় (বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিট) ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ দল।

বিমানবন্দরের কার্যক্রম শেষ করে বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় বিকাল ৫:০০ টার মধ্যে নিজেদের হোটেলে পৌঁছে জ্যাভিয়ার ক্যাবররার বাহিনী। তথ্যসূত্র মতে দলের সকল খেলোয়াড়ই সুস্থ আছে। আজ বাংলাদেশ দলের কোনো ট্রেনিং সেশন নেই।

আজ অনুশীলন না থাকলেও আগামীকাল থেকে অনুশীলনে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামীকাল সকালে বাংলাদেশ দলের জিম সেশন রয়েছে। এছাড়া আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৪:৩০ টা থেকে ইন্দোনেশিয়ার জেরোলা বান্দুং লাউতান আপি স্টেডিয়ামে নিজেদের প্রথম অনুশীলন করবে বাংলাদেশ। অনুশীলন চলবে বিকাল ৫:৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময়)

Previous articleমাঠে গড়ানোর অপেক্ষায় পাইওনিয়ার ফুটবল লিগ
Next articleপাইওনিয়ার লিগের জমকালো উদ্বোধন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here