ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ ও এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩ (প্রিলিমিনারি জয়েন্ট রাউন্ড -২) এর ম্যাচসমূহ আগামী ০৩-০৬-২০২১ তারিখ হতে ১৫-০৬-২০২১ তারিখে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল উক্ত ম্যাচসমূহে অংশগ্রহণ করবে।
এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে গত ১০-০৫-২০২১ তারিখ হতে শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে উক্ত প্রশিক্ষণ ক্যাম্প আগামী ১৬-০৫-২০২১ তারিখ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাতীয় দলের ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, ‘খেলোয়াড়রা অনেকেই অনুরোধ করেছেন। কেউ কেউ বাড়ি গিয়ে ঈদ করতে চাইছেন। কোচ এখনও কোয়ারেন্টিনে আছেন। ১৬ মে কোচের সঙ্গে খেলোয়াড়রাও যোগ দিবেন ক্যাম্পে। সব বিবেচনায় ওই দিন থেকেই ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আগামী জুনে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ‘ই’ গ্রুপের ম্যাচ গুলো হবে কাতারে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় ধাপের ম্যাচ শেষ হবার আগেই ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশরন (বাফুফে)।
ছুটি শেষে সংশ্লিষ্ট খেলোয়াড়গণ আগামী ১৬-০৫-২০২১ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলীয় ম্যানেজার জনাব মোঃ ইকবাল হোসেন এর নিকট রিপোর্ট করবেন। উক্ত আবাসিক ক্যাম্প আগামী ১৬-০৬-২০২১ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
এদিকে সোমবার রাতে ইংল্যান্ড থেকে দেশে এসেছেন কোচ জেমি ডে। ৫ দিনের কোয়ারেন্টাইন করতে হচ্ছে তাকে। কোয়ারেন্টাইন শেষে তিনিও দলের সাথে যোগ দিবেন।