করোনা মহামারীতে লক ডাউন হওয়ায় মাত্র প্রথম রাউন্ড শেষ করেই বন্ধ হয়ে গিয়েছে এবারের মহিলা ফুটবল লীগের খেলা। আগামী ৩০ এপ্রিল থেকে পুরুষদের বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। তাই মেয়েদের খেলাও দ্রুতই শুরু হবে এমনটা আশা করছিলো সবাই। কিন্তু অপেক্ষা বাড়ছে। ঈদের আগে মেয়েদের খেলা শুরু করার পরিকল্পনা নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।
বাফুফে’র মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, ‘ছেলেদের লিগ ৩০ এপ্রিল মাঠে গড়াবে। সেই লিগ করোনার মধ্যে ঠিকঠাক ভাবে হলেই আমরা তখন মেয়েদেরটা শুরু করতে পারবো। আসলে আমরা মেয়েদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছি না। প্রয়োজনে ঈদের পর ফের লিগ শুরু হবে।’
ইতিমধ্যে লকডাউনের কারণে বিরতি দেয়ার পর বাফুফে’র নারী দলের ক্যাম্পে উঠার আগে পাঁচজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছে। ফলে মেয়েদের নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে রাজি নয় তারা। পুরুষদের খেলা শুরুর পর ঠিকঠাকভাবে চললে তবেই নারী লীগ সিদ্ধান্ত নিবে ফেডারেশন।