এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে উজবেকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। বর্তমানে উজবেকিস্তানের রাজধানী তাশখন্ডে একটি হোটেলে অবস্থান করছে তারা।
আজ সকালে ঐ হোটেলেই তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরই শুরু করা যাবে পূর্ণাঙ্গ অনুশীলন। তার আগে আজ কয়েকটি দলে ভাগ হয়ে হোটেলেই রিকভারী ও ফিটনেস ট্রেনিং করে সাবিনারা।
এছাড়া উজবেকিস্তানে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের মন্ত্রী নিপেন্দ্র চন্দ্র দেবনাথ দলের হোটেলে এসে অধিনায়ক সাবিনা খাতুন ও ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর সাথে সৌজন্য সাক্ষাৎত করেছে।
বাছাইপর্বের বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। শক্তিশালী প্রতিপক্ষ হলেও লড়াইয়ে বিষয়ে আশাবাদী বাংলাদেশ দলের কোচ।