এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে উজবেকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। বাংলাদেশ সময় সকাল ৮ টায় উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছায় ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। তাশখন্দে পোঁছে দলের সবাইকে কোভিড টেস্ট করা হয়েছে।

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপ ‘ডি’ তে খেলবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী কুয়েত, সৌদি আরব ও স্বাগতিক উজবেকিস্তান। কুয়েতকে এর আগে হারানোর স্মৃতি থাকলেও সৌদি আরব ও উজবেকিস্তানকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ।

মূল পর্বে যাওয়ার লক্ষ্য নিয়ে গত পরশু রাতে ঢাকা ছেড়েছিলেন দলের অধিকাংশ ফুটবলার ও টিম অফিশিয়াল। এরপরের দিন সকালে ঢাকা ছাড়েন আরো ছয় ফুটবলার। দীর্ঘ ভ্রমণ শেষে আজ সকাল ৮টায় উজবেকিস্তানে পা রাখে বাংলাদেশ দল। বর্তমানে হোটেল আমিরুনে অবস্থান করছে মারুফুল হকের দল।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রথম দিনের মত অনুশীলন করবে ফুটবলাররা।

Previous articleঅন্তর্বর্তীকালীন কোচ থেকে বের হতে চায় বাফুফে!
Next articleকুয়েতের বিপক্ষে সেরাটা দিতে চায় সুফিল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here