বসুন্ধরা গ্রুপ মহিলা ফুটবল লীগে আজ উত্তরা এফসি জয় পেয়েছে। সিরাজ স্মৃতি সংসদকে ১-০ গোলে পরাজিত করেছে তারা। অন্যদিকে জামালপুর কাঁচারিপাড়া একাদশ ও নাসরিন স্পোর্টস একাডেমির মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই লিড পায় উত্তরা। ২৭ মিনিটে গোল করেন মুনমুন। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলে ঐ এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তরা।

একই মাঠে দিনের অন্য ম্যাচে ইরিশনার গোলের খেলার মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় জামালপুর কাঁচারিপাড়া একাদশ। প্রথমার্ধ পর্যন্ত লিড ধরে রাখলেও ম্যাচের ৮২ মিনিটে সমতা ফেরায় নাসরিন স্পোর্টস একাডেমি। গোলটি করেন আইরিন। এতে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচটি শেষ করে দুইদল।

Previous articleঅতিরিক্ত সময়ে চমক দেখিয়ে শেষ চারে ঢাকা আবাহনী ও পুলিশ এফসি
Next articleড্র দিয়ে নারী লীগের তৃতীয় রাউন্ডের সমাপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here