শুরুতে পিছিয়ে পড়েও শেষের দিকে চমক দেখিয়ে স্বাধীনতার কাছ থেকে জয় ছিনিয়ে নিলো মুক্তিযোদ্ধা সংসদ। গোপালগঞ্জে নিজেদের হোম ভেন্যু শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই তাদের বিপক্ষ দলের জালে বল পাঠাতে পারে নি। তবে গোলশূন্যর এই ডেথলক ভাঙ্গে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৫ মিনিটে মোহাম্মদ সজল ইসলামের লম্বা পাস থেকে বসনিয়ান ফরোয়ার্ড নেদো তুর্কভিচ গোল করে স্বাধীনতাকে ম্যাচে লিড এনে দেয়। সমতায় ফিরতে মুক্তিযোদ্ধা সংসদকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত। ৮০ স্বাধীনতার ডিফেন্ডার মুরাদ হাসান নিজেই নিজের জালে গোল করে বসেন। এতে করে মুক্তিযোদ্ধা ম্যাচে সমতা ফিরে পায়। মিনিট দুয়েক পর জাপানিজ ফরোয়ার্ড টেটসুকি মিসাওয়া গোল করলে ম্যাচের   দখল নিয়েনেয় মুক্তিযোদ্ধা সংসদ।

এরপর শেষ মুহূর্তে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় পায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এই জয় দিয়ে লীগের শুরু থেকে টানা চার ম্যাচে পরাজয়ের পর প্রিমিয়ার লীগের নতুন মৌসুমে জয়ের স্বাদ পেলো মুক্তিযোদ্ধা। ফলে ৫ ম্যাচে ৪ হার ও ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ তম স্থান থেকে ১১ তম স্থানে উঠে এসেছে রাজা ইসার দল। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৩ হার,১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্টে আগের দশম স্থানেই আছে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

Previous articleস্বল্প প্রস্তুতিতে দল নিয়ে মাঠে নামবেন ক্যাবরেরা
Next articleএখনো সরেনি ক্রিকেট পিচ; অপেক্ষা বাড়ছে কুমিল্লার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here