গতবছরই এএফসি থেকে কোচে’স এডুকেশন এ লেভেলের মেম্বারশিপ পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারই প্রথম পরীক্ষায় উর্ত্তীর্ণের পর এএফসি এ লাইসেন্স পেলেন দেশের তিন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু, নুরুজ্জামান নয়ন এবং সাইদ হাসান কানন।

২০১৯ সালের মে মাসে প্রথম ধাপের পরীক্ষা দিয়েছিলেন কোচরা অনলাইনে দ্বিতীয় ধাপে পরীক্ষা হয়ে গেলো বছরের সেপ্টেম্বরে। গতকাল ফুটবল ফেডারেশন ভবনে এই তিন কোচকে সার্টিফিকেট তুলে দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন।

২০১৯ সালের আগে বাংলাদেশে শুধুমাত্র বি লাইসেন্সের অনুমতি ছিলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একবছরের জন্য কোচে’স এডুকেশন লেভেল ই-মেম্বারশীপ অর্জন করায় বাফুফে নিজের তত্বাবধানেই করাতে পারছে এ লাইসেন্সের কোচিং কোর্সে।

Previous articleমূল ক্যাম্পের আগে ফিটনেস ক্যাম্প?
Next articleএ লাইসেন্স পেলেন মোট ২৪ কোচ; দেশের ১৩ জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here