বাংলাদেশ ও ভারতের দল বসুন্ধরা কিংস এবং মোহনবাগানের দুই জায়ান্ট ক্লাব খেলবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপে। কিছুদিন আগে ম্যাচ দুটির সূচি পরিবর্তন করতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের অনুরোধ করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
ম্যাচের সময় নির্ধারিত ছিলো ২৪ অক্টোবর ও ৭ নভেম্বর। সূচি অনুযায়ী ২৪ অক্টোবরের মোহনাবগানের হোমভেন্যু কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি হওয়ার কথা এবং ফিরতি লেগ ৭ নভেম্বরের ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায়। কিন্তু দুর্গাপূজার কারণে ২৪ অক্টোবর ম্যাচের জন্য নিরাপত্তা দিতে পারবে না বলে কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। ফলে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বসুন্ধরা কিংসকে প্রথম ম্যাচটি ২৪ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার অনুরোধ করে এবং ফিরতি ম্যাচটি ৭ নভেম্বর কলকাতায় আয়োজন করতে চায়।
ভারতের এই আহ্বানে কিংস দিয়েছে ভিন্ন সমাধান। তারা ২৪ অক্টোবরের পরিবর্তে ২৬ বা ২৭ অক্টোবর ম্যাচটি কলকাতাতেই আয়োজনের জন্য বলেছে। এএফসি’র ক্যালন্ডারের বাইরের সময় হলেও বসুন্ধরা কিংস তখন কলকাতা গিয়ে তাদের এই সমস্যা থেকে বের হয়ে আসতে সহযোগীতা করবে।