বর্তমানে ভুটানে সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপে খেলছে বাংলাদেশ। যুবাদের পরবর্তী মিশন অ-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব। এশিয়ার মঞ্চে খেলার সুযোগ অর্জনে কম্বোডিয়ায় নিজেদের বাছাইপর্বের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। আর এই বাছাইপর্বে বাংলাদেশের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক তারকা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।
বাংলাদেশ দলে দীর্ঘসময় স্ট্রাইকার হিসেবে খেলেছেন এমিলি। রয়েছে ১০ এর অধিক আন্তর্জাতিক গোল। ঘরোয়া ফুটবলেও লম্বা সময় খেলেছেন তিনি। ফুটবল ছাড়ার পর ফুটবলের সঙ্গেই থাকছেন তিনি। তিনদিন আগে বাফুফের কাছ থেকে ম্যানেজার হওয়ার চিঠি পেয়েছেন তিনি। নতুন দায়িত্ব সঠিকভাবে পালন করতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
ভুটান থেকে সাফ শেষে দেশে ফেরার পর দলের সঙ্গে যোগ দেবেন এমিলি। হেড কোচ সাইফুল বারী টিটুর অধীনে যুবাদের নিয়ে কাজ শুরু করবেন এই তারকা। খেলোয়াড় ভূমিকার পর এই প্রথম অফিসিয়াল হিসেবে কোন দলের দায়িত্ব পেলেন তিনি। সঠিকভাবে সে দায়িত্ব পালন করার লক্ষ্য তার।