বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক কিছুদিন আগে লীগের ১৩ টি ক্লাবকে এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের জন্য চিঠি দেয়া হয়। ইতিমধ্যে ২০২১ এএফসি কাপ খেলতে চিঠির উত্তর পাঠিয়েছে নয়টি ক্লাব। শর্ত পূরণ করে এএফসি কাপ খেলতে চায় তারা।

গত মৌসুমে ফেডারেশন কাপ জিতে ইতিমধ্যে একটি স্লট প্রায় নিশ্চিত করে নিয়েছে বসুন্ধরা কিংস। তবে তাদেরও ২০২১ এএফসি কাপের জন্য নতুন করে লাইসেন্সিং শর্ত পূরণ করে তবেই চূড়ান্ত উর্ত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারী বলেছেন, ‘বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে এগিয়ে আছে; কিন্তু এএফসির লাইসেন্সিং শর্ত পূরণ করলে পরেই তারা খেলার সুযোগ পাবে।’

এএফসি শর্ত পূরণে আগ্রহী ক্লাবগুলো হলো বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা। যেহেতু কিংস এই বছর এএফসি’র শর্ত মেনে টুর্নামেন্টটি খেলছে, তাই ধরে নেয়া যায় আগামী বছরও তারা খেলবে। তাই দ্বিতীয় স্লটটির জন্যই হবে লড়াই। এক্ষেত্রে যদি ফেডারশন কাপকেই মানদন্ড ধরা হয় তবে সবচেয়ে বেশি এগিয়ে রার্নাসআপ রহমতগঞ্জ এমএফএস। রহমতগঞ্জ এএফসি কাপ খেলতে আগ্রহী এমনটাই জানিয়েছেন ক্লাবটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সবুজ, ‘ভালো একটা দল গড়ে আমরা এএফসি কাপ খেলতে চাই।’

গতবছর এএফসির লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করেছিলো বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। ফলে লাইসেন্সের শর্ত পূরণ করার ক্ষেত্রে এগিয়ে আছে তারা। সুতরাং ফেডারেশন কাপ রানার্স-আপ রহমতগঞ্জ কোন কারণে ব্যর্থ হলে হয়তো কপাল খুলতে পারে আবাহনী বা সাইফের। দলের শক্তিমত্তার বিষয়টিও বিবেচনায় রাখবে ফেডারেশন।

Previous articleবাংলাদেশের বিরুদ্ধে ভারতের গোলের পেছনের ঘটনাটি বললেন ভারতীয় ফুটবলার
Next articleচলতি মাসেই ঘরোয়া ফুটবল নিয়ে সভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here