আগমনের পর থেকেই ঘরোয়া আসরে সফলতার সাক্ষর রেখেছে বসুন্ধরা কিংস। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও শীর্ষেই রয়েছে অস্কার ব্রুজনের দল। কিন্তু ঘরোয়া লিগে সফল হলেও, আন্তর্জাতিক আসরে নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে বসুন্ধরা। ২০২০ সালের এএফসি কাপে লিওনেল মেসির সতীর্থ আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্ণান বার্কোসকে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিলেও করোনার কারণে এক ম্যাচ পরই বাতিল হয় টুর্নামেন্ট। এরপর গত এএফসি কাপেও দারুন শুরুর পর অপরাজিত থেকেও গোল ব্যাবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি কিংস। তাইতো এবারের এএফসি কাপে ভালো করতে একপ্রকার মরিয়া হয়ে আছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
‘এএফসি কাপ ২০২২’- এর গ্রুপ ডি এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের কলকাতার ঐতিহ্যবাহী সল্ট লেক স্টেডিয়ামে। যেখানে বসুন্ধরা কিংসের বাকি তিন প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এবং ভারতের দুই ক্লাব গোকুলাম কেরালা ও এটিকে মোহনবাগান। এরইমধ্যে এএফসি কাপে খেলতে কলকাতায় পৌঁছেছে মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া। এবার কলকাতার বিমান ধরার অপেক্ষায় বসুন্ধরা কিংসও। শনিবার পুরো স্কোয়াড নিয়ে কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়ছে বসুন্ধরা। আগামী ১৮ মে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এএফসি কাপে নিজেদের যাত্রা শুরু করবে বসুন্ধরা। এরপর ২১ মে গোকুলাম কেরালা এবং ২৪ মে শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের বিপক্ষে লড়বে অস্কারবাহিনী।