আন্তর্জাতিক অঙ্গনে খেলতে প্রথম শর্ত ক্লাব লাইসেন্স থাকা। কিন্তু বাংলাদেশের অধিকাংশ ক্লাবেরই ক্লাব লাইসেন্স নেই। যার কারণে সুযোগ আসলেও আন্তর্জাতিক অঙ্গনে খেলা হবে না। এবার হয়তো সে চিন্তা থেকেই ক্লাব লাইসেন্স করার প্রক্রিয়া শুরু করেছে দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী-মোহামেডান।

এবারের লিগে প্রথম লেগ শেষে সবার উপরে মোহামেডান। লিগ চ্যাম্পিয়ন হলে আন্তর্জাতিক অঙ্গনে তারাই হবে বাংলাদেশের প্রতিনিধি। সে চিন্তা থেকেই এবার ক্লাব লাইসেন্স করতে যাচ্ছে সাদা-কালোরা। ইতিমধ্যেই এএফসির কাছে আবেদন করেছে তারা।

আজ ক্লাব প্রাঙ্গণে উপস্থিত সংবাদ মাধ্যমকে মোহামেডান ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব বলেন, “আমরা অলরেডি এপ্লিকেশন করেছি, আমরা লাইসেন্সিং করবো। যেসব ক্রাইটেরিয়া আছে সেগুলো পূরণ করে আমাদের এএফসিতে খেলার টার্গেট আছে।”

লিগে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীও ক্লাব লাইসেন্সিং করে রাখতে চায়। বাংলাদেশ থেকে সর্বোচ্চবার আন্তর্জাতিক আসরে খেলেছে তারা। আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানান, “প্রতিবছরই আমরা লাইসেন্স করে থাকি, আমার মনে হয় বাংলাদেশ আমরাই সর্বোচ্চবার এএফসির আসরে অংগ্রহণ করেছি। এবারও আমরা লাইসেন্স করবো। এবং আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে সুযোগ তো রয়েছেই বাইরে খেলার।”

Previous articleসিলেট পর্বে শুরু অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ
Next articleলেস্টার ছেড়ে শেফিল্ডের পথে হামজা চৌধুরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here