‘বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪’ এর ফাইনালে আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় ফিরোজ কামাল ফুটবল একাডেমী এবং রামপুর ফুটবল একাডেমী। উক্ত ম্যাচে রামপুরকে হারিয়ে শিরোপা জিতেছে ফিরোজ কামাল একাডেমি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কীমের অধীনে এবং বাফুফে একাডেমী অ্যাক্রিডিটেশন এর আওতায় সমগ্র বাংলাদেশের ২৪টি জোনে বিভক্ত হয়ে বাফুফে স্টার প্রাপ্ত ১৬৮টি ফুটবল একাডেমীর অংশগ্রহণে ‘বাফুফে একাডেমী চ্যাম্পিয়নশীপ ২০২৩-২৪’ এর প্রাথমিক আঞ্চলিক পর্বের খেলা গত ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে দেশব্যাপী অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার ১২টি জোনাল চ্যাম্পিয়ন ফুটবল একাডেীমকে নিয়ে চূড়ান্ত পর্বের উদ্বোধনী খেলা গত ১৩ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ শুরু হয়ে আজ ফাইনাল খেলার মাধ্যমে সমাপ্তি হয়।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ফিরোজ কামাল ফুটবল একাডেমীকে এক লক্ষ টাকার চেক ও রানার্স-আপ রামপুর ফুটবল একাডেমীকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও ফেয়ার প্লে দল হিসেবে পুরস্কৃত হয় ভবানীগঞ্জ ফুটবল একাডেমী (রাজশাহী), ফিরোজ কামাল ফুটবল একাডেমীর খেলোয়াড় মাহিম (জার্সি-১০) প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা এবং একই একাডেমীর গোলকীপার রাকিব মন্ডল সেরা গোলকীপার হিসেবে পুরস্কৃত হয়।