বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) নতুন মৌসুমের জন্য প্রস্তুত। পেশাদার লিগ কমিটি এবার বিসিএলের দল ও ভেন্যুর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এত দিন বিসিএলের একমাত্র ভেন্যু ছিল কমলাপুর স্টেডিয়াম। তবে নতুন টার্ফ বসানোর কাজ চলমান থাকায় এই মাঠ আপাতত ব্যবহার করা সম্ভব নয়। এবার লিগ কমিটি অন্তত চার-পাঁচটি ভেন্যুতে খেলা চালানোর পরিকল্পনা করেছে। মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠ, বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠ, বেরাইদের ফর্টিস এফসির মাঠ, উত্তরার আর্মড ফোর্সেস ব্যাটালিয়ন খেলার মাঠ এবং গাজীপুরের শহীদ বরকতউল্লাহ স্টেডিয়াম সম্ভাব্য ভেন্যু হিসেবে তালিকাভুক্ত হয়েছে। তবে গাজীপুরে প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের হোম ভেন্যু থাকায় এটি বিসিএল থেকে বাদ পড়তে পারে।
আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে বিসিএলের দলবদল। এই সময়ের মধ্যে ক্লাবগুলো নিজেদের স্কোয়াড গুছিয়ে নেবে। এরপর ৪ মার্চ থেকে শুরু হবে মাঠের লড়াই। এবারের বিসিএলে দল বাড়ানোর কারণে প্রতিযোগিতার দৈর্ঘ্যও বাড়বে। ফলে খেলোয়াড়দের জন্য এটি আরও বেশি ম্যাচ খেলার সুযোগ এনে দেবে। মৌসুম শেষে শীর্ষ দুই দল পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ।
বিসিএলের এবারের মৌসুমে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন উন্মুক্ত করে বাফুফে। ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া সম্পন্ন করার পরই দলগুলোকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে ১১টি ক্লাবকে চূড়ান্ত করা হয়েছে। দলগুলো হলো ওয়ারী ক্লাব, নোফল স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, রেঞ্জার্স এফসি, উত্তর বারিধারা, বিআরটিসি ফুটবল ক্লাব, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব, লিটল ফ্রেন্ডস ও বাফুফে এলিট একাডেমি।