গত দুই আসরের মতো এবারও মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক নেপাল। কাঠমান্ডুতে আজ (বৃহস্পতিবার) চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বাংলাদেশ খেলবে আগামী রবিবার পাকিস্তানের বিপক্ষে।

বৃহস্পতিবার সকালে আনফা কমপ্লেক্সে হয়েছে দলটির অনুশীলন। চোট কাটিয়ে দলে ফিরেছেন স্ট্রাইকার কৃষ্ণা রানী সরকার। গত আসরে চার গোল করা এই ফরোয়ার্ড নিজেকে নতুন করে নিংড়ে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

কৃষ্ণা রানী বলেন, ‘সবার আগে ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তাকে। তিনি চেয়েছিলেন বলে আবার ব্যাক করেছি। এছাড়া যারা আমার খারাপ সময়ে পাশে ছিলেন, তাদেরও ধন্যবাদ দিতে চাই। সবার সহযোগিতা নিয়ে জাতীয় দলে ফিরেছি।’

২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে চোটের কারণে ভারতে গিয়ে চিকিৎসা করতে হয়েছে। সুস্থ হয়ে দলের ইংলিশ কোচ বাটলারের দলে জায়গা করে নিয়েছেন। বাটলারের একাদশে কৃষ্ণা নেই তা একপ্রকার নিশ্চিত। কৃষ্ণা এই বিষয়ে বলেছেন,  ‘যেহেতু দীর্ঘদিন পর মাঠে ফিরেছি, আমার প্রধান লক্ষ্য হচ্ছে এক মিনিটের জন্য মাঠে নামলেও ভালোভাবে খেলা। সুযোগ পেলে অবশ্যই সেটা কাজে লাগাবো। এক মিনিট (বলেছি) কারণ, দেখুন, দীর্ঘদিন যখন একজন খেলোয়াড় চোটে থাকে, তার প্রতি হয়তো আত্মবিশ্বাসও অনেকটা কম থাকে।’

তবে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ এখন তিনি। পায়ে কোনও ব্যথা নেই। কৃষ্ণা রানী বলেন, ‘দেখুন দুই বছর অনেক সংগ্রাম করেছি। যেহেতু অনেক দিন পর দলের সঙ্গে যোগ দিয়েছি। তাই ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে কষ্ট হয়েছে। তারপরও মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। চোটের অবস্থা এখন ভালো। পায়ে কোনও ব্যথা নেই। আমি আগের মতো খেলতে পারছি।’

Previous articleএএফসির জন্য কিংসের ডেরায় ফর্টিসের ভ্যালেরি!
Next articleকিরণের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here